সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এখনও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন চিকিৎসাধীন আছেন।  

শনিবার (১১ জুন) বিকেল ৫টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। 

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন। এরমধ্যে অগ্নিকাণ্ডে আহত ২৩ জন এখনও ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন বেডে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন ও 
পার্ক ভিউ হাসপাতাল ৯ জন চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।

ওই বিস্ফোরণে আহত নুর মোহাম্মদ চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নুর মোহাম্মদ বলেন, হাত-পাসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। সুস্থ কখন হব বুঝতে পারছি না। এছাড়া দুর্ঘটনার পর থেকে চোখে ভালোভাবে দেখতে পারছি না। 

গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে দমকলকর্মীসহ ৪৬ জন নিহত ও  আহত হয়েছেন দুই শতাধিক।