গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনের থাকা সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডাবাহী গাড়ি প্রবেশের পরপরই আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। জয়দেবপুর থেকেও আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসে যোগ দেবে।