মাদারীপুরের কুমার নদ একসময় ছিল যৌবনা। সময়ের বিবর্তনে অযত্ন, অবহেলা আর দখল-দূষণে সেই নদ হারিয়েছে যৌবন। সেই নদ নিয়ে স্মৃতিচারণা করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি স্ট্যাটাস দেন।
তিনি লেখেন, ‘শ্রীপুরের কুমার একটি মরা নদ। শুধু বর্ষায়ই পর্যাপ্ত পানি পাওয়া যায়। অথচ বছরের বাকি দিনগুলো পানা পুকুর— স্তব্ধ পুকুর। ১৯৫০ সালের মাঝামাঝি যখন আমার বাবা-মায়ের বিয়ে হয়েছিল, তখন এটি একটি বড় নদ ছিল, শুষ্ক শীতের ঋতুতেও পানি ধরে রাখা ছিল।
‘তাদের বিয়ের পর বাবা তার তরুণী কনের জন্য পালকি ভাড়া করে দিয়েছেন। গাংনালিয়া বাজারে এসে কুমারের ওপর নৌকা নিয়ে কাজলী ঘাটে নদীর ওপারে পৌঁছায়। অতঃপর পালকি বাহকরা— এক ঘণ্টারও বেশি সময় লেগেছে হনু নদীতে সচিলাপুর নাজার। তারা একটি পাল্টি নৌকায় করে ছোট্ট নদীটি পার হয়ে গেছে। সচিলাপুর থেকে বাবার গ্রাম চৌগাছী আসতে আরো এক ঘন্টা লাগলো।
সবশেষে তিনি লেখেন, ‘আজকাল ফুলবাড়ি থেকে চৌগাছীর মাঝে গাড়িতে করে যেতে প্রায় আধা ঘন্টা লাগে।’