টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ও সরকারী সূত্র জানায়, বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক একটি কারখানার হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গতকাল শ্রমিকরা কারখানার ভেতরে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে রাখেন। কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও তাঁরা কাজ করেনি।
শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন।