শান্ত বণিক, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে স্বপন মিয়া (২৬) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও গ্রামের রমজান আলী রেনুর পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন পশ্চিম বীরগাঁও গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে রাস্তার পাশে মুরগির খামারে কাজ করছিলেন ওই গ্রামের রমজান আলী রেনুর ছেলে আল-আমিন। রাত সাড়ে ৯টার দিকে মানুষের গোঙরানির শব্দ পান তিনি। এ সময় ঘর থেকে বের হয়ে একটি পরিত্যক্ত অটোরিকশা দেখতে পান। পরে টর্চ লাইট জ্বালিয়ে অটোরিকশার অদূরে কয়েকজন লোক দেখতে পান। কাছে গিয়ে দেখেন অপরিচিত দুই ব্যক্তি স্বপন মিয়ার শরীরের ওপর উঠে তার দুই হাত চেপে ধরে রয়েছেন। এ সময় একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন দৌড়ে এসে আল-আমিনের হাতে-পায়ে ধরে বাড়িতে চলে যাওয়ার অনুরোধ করেন। আল-আমিন বাড়ি ফিরতে না চাইলে জোরপূর্বক তাকে বাড়ির দিকে পাঠিয়ে দেওয়া হয়। পরে স্বপন মিয়াকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পুকুর পাড়ের দিকে নিয়ে যান তারা। এ দৃশ্য দেখে আল-আমিন দ্রুত বাড়িতে গিয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাননি। পরে এ ঘটনা রামপুর পুলিশ তদন্তকেন্দ্রে জানালে পুলিশ এসে পরিত্যক্ত অটোরিকশা থেকে তিনটি মুঠোফোন এবং একটি লুঙ্গি উদ্ধার করে।
পরে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রেনু মাস্টারের পুকুরে কচুরিপানার নিচ থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রামপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িত জাকির ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।