নুরনবী ইসলাম মানিক, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক নুরনবী ইসলাম মানিক সভাপতি এবং আরিফুর রহমান ডালিম কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। গত বুধবার জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান নুরইসলাম ও মহাসচিব ফারুক হোসেনের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন লাভ করে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মফিজুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা), আলমগীর হোসেন (দৈনিক একুশের বানী), যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল গফুর (দৈনিক মাতৃজগত), সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান মোহন (দৈনিক দেশ সেবা) এবং প্রচার সম্পাদক আসাদুজ্জামান বিপুল ( দৈনিক জনতার সংবাদ)। 
নবগঠিত এ কমিটি জাতীয় সাংবাদিক সংস্থার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে সংস্থার কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে।