হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দি হাঙ্গার প্রজেক্টের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে ইউনিসেফের সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জন সম্পৃক্তা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় টাউন মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ। আরও বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খাঁন, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, বেলকা ইউপি চেয়ারম্যার ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শাহজাহান মিঞা, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, প্রভাষক কৃষ্ণা সরকার, স্বাস্থ্য পরিদর্শক আজিমুদ্দিন, স্বাস্থ্য সহকারী আবু আউয়াল ও দি হাঙ্গার প্রজেক্টের কর্মী যুগল চন্দ্র সরকার প্রমুখ।