মোঃমনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় ঘোষবাগ এলাকার ডাস্টবিন থেকে স্থানীয়রা এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, রাত আনুমানিক ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই।
পরে আমরা বাড়ির পিছনে গিয়ে একটি জীবিত (পুত্র) নবজাতকে দেখতে পাই। এসময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, রাতে একদিন বয়সী এক নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। পরে শিশুটির অবস্থা দেখে তাকে দ্রæত নীবিড় পর্যবেক্ষন কেন্দ্রে ভর্তি করা হয়। তবে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, এখন সুস্থ্য আছে, আমরা সার্বক্ষনিক খোঁজখবর রাখছি। নবজাতকের বাবা-মাকে খোঁজে বের করার চেষ্টা চলছে।