প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরে ন্যায়বিচার নিশ্চিতের জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে বরিশাল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত পাড়ায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বরিশালে আদালতের ৪৭ জন বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগ মামলার নিষ্পত্তি করেছেন। কিছু কিছু বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগের বেশি মামলা নিষ্পত্তি করেছেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আরো বলেন, একজন বিচারপ্রার্থী আইনজীবীদের কাছে আসে ন্যায়বিচারে সহায়তার জন্য। আমি বিশ্বাস করি বরিশালের আইনজীবীরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আইনজীবীদের পড়াশোনার শেষ নেই এমন মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, আপনাদের আইনের সর্বশেষ আপডেট জানতে হবে।
বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বরিশালে দুই দিনের সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আদালত চত্বরে বিচারকদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন।
এর আগে বরিশাল সফরসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বরিশালের আদালত পরিদর্শনে আসেন প্রধান বিচারপতি।