কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই কমান্ডার নিহত এবং একজন আহত হয়েছেন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উখিয়ার ২০ নম্বর রেহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)।
এপিবিএন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল আরো জানান, উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় আজ বুধবার ভোরে সন্ত্রাসী সংগঠন আরসার একদল সদস্য অবস্থান করছিলেন। সেখানে কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহও ছিলেন। এক পর্যায়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন সশস্ত্র রোহিঙ্গা সেখানে এসে অতর্কিত গুলি ছুড়তে থাকে।
বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের পর হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আরসা কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহ ঘটনাস্থলে নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে।
এপিবিএনের কর্মকর্তা জানান, নিহত দুজন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।