‘আমার একমাত্র মেয়ে লামিয়া খাতুন (১৪) বাড়ি থেকে প্রায় এক মাস আগে বেরিয়েছে অথচ এখনো ফিরে আসেনি। মানসিক ভারসাম্যহীন মেয়েটি কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে, তা-ও জানি না।’

যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া লামিয়া খাতুনের মা রুমিছা বেগম এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, আকিজ জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

আর ওই মিলের পেছনে পৌরসভার বাইপাস সড়কসংলগ্ন দুর্গাপুর গ্রামে জহুর সরদারের বাড়িতে ভাড়া থাকেন। গত ১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একমাত্র মেয়ে লামিয়া খাতুন (মানসিক ভারসাম্যহীন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

 

তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় মেয়ের পরনে ছিল কুসুম রঙের জামা, পায়জামা, ওড়না। পায়ে ছিল গোলাপি রঙের স্যান্ডেল।

তার গায়ের রং ফরসা, কম কথা বলে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, মাথায় চুল ছিল না (টাক), মুখমণ্ডল লম্বাটে। 

 

এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত লিখিত অভিযোগ করা হয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করুন : রুমিছা বেগম, ০১৭৩৮-৯৬০০১২ অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে।