চাকরি জাতীয়করণ করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। প্রায় ৩০০ আনসার সদস্য এ বিক্ষোভে অংশ নেন। শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আনসার কমিটির সমন্বয়ক আহসান হাবিবের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আনসার সদস্যরা একত্রিত হয়ে চাকরি জাতীয়করণের এক দফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আকরাম হোসেন নামের এক আনসার সদস্য বলেন, আমাদের দাবি একটাই আমাদের চাকরির ক্ষেত্রে জাতীয়করণ করতে হবে। দেশের অন্যান্য বাহিনীর মতো আমরাও সমপরিমাণ পরিশ্রম করি। তাহলে আমাদেরকে কেন জাতীয়করণ করা হবে না।
আফসার উদ্দিন বলেন, চাকরির ব্যাপারে আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়েছে।
আমরা এখান থেকে বিক্ষোভ করতে করতে নারায়ণগঞ্জ জেলা আনসার অফিস ঘেরাও করব। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।