ঝিনাইদহের মহেশপুরে রাসেলস ভাইপারের মতো দেখতে বিরল প্রজাতির লাল বালিবোড়া সাপ পিটিয়ে মারা হয়েছে। শনিবার (২৯ জুন) উপজেলার পুড়োপাড়া গ্রামের একটি চাতালে সাপটি মারা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাপটি চাতালের ওপর দিয়ে যাচ্ছিল। সে সময় আশপাশের লোকজন ছুটে এসে সাপটিকে মেরে ফেলে।
স্থানীয় প্রকৃতিপ্রেমী সংগঠনের সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘এটি বিষধর সাপ নয়। এটি বিরল প্রজাতির সাপ। এ প্রজাতির নাম ‘রেড স্যান্ড বোয়া’ হলেও এর আরও অনেক ধরনের নাম আছে। বাংলায় যেমন এই সাপকে লাল বালিবোড়া বলে ডাকা হয়।
এ বিষয়ে জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘এই সাপ আমাদের দেশে তেমন একটা দেখা যায় না। ভৌগোলিকভাবে এই সাপের বিচরণক্ষেত্র ইরান, পাকিস্তান ও ভারতের দক্ষিণ তামিলনাড়ু এলাকায়। এরা পোকামাকড় ও ইঁদুর খেয়ে এরা বেঁচে থাকে। হঠাৎ করেই জেলার বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার মনে করে বিভিন্ন সাপ পিটিয়ে মারা হচ্ছে।
এদিকে রাসেলস ভাইপারের গুজব তুলে গত কয়েকদিন ধরে ঝিনাইদহের বিভিন্ন স্থানে নির্বিষ ও কৃষকের উপকারি সাপ মেরে ফেলা হচ্ছে বলে জানা গেছে।