কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় মেলেনি। 

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। 

তিনি জানান, ৪নং ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। আপাতত কিছু বলা যাচ্ছে না।