চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ভূমিহীনদের গৃহনির্মাণ ও ভূমি প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।
২০ জুলাই বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম ভবনে এ প্রেস ব্রিফিং কালে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি সবার জন্য বাসস্থান ‘ কেউ গৃহহীন থাকবে না ’ এ কর্মসূচির আওতায় উপজেলায় ৪৪১ জন ভূমিহীন রয়েছে। ইতিপূর্বে ১ম পর্যায়ে ১৭ টি ও দ্বিতীয় পর্যায় ৫০টি তৃতীয় পর্যায়ে ১ম ধাপে ২৭ টি এবং আগামী ২১ জুলাই ৩ পর্যায়ে দ্বিতীয় ধাপে উপজেলায় ১২৫টি ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও ভূমি প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, শিবপুর ইউপি চেয়ারম্যান জুয়েল খলিফা প্রমূখ।