সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েও থেমে নেই। তারা এখন নাফ নদের পূর্বতীর ধরে দক্ষিণে বন্দর শহর মংডু পর্যন্ত দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে তুমব্রু সীমান্ত এলাকা থেকে দক্ষিণ দিকে নাফ নদের তীর ঘেঁষে বিদ্রোহীরা অভিযান অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবারও ওপারে গুলির শব্দ শোনা গেছে।

 

এমন সংঘাতময় পরিস্থিতিতেও মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধ হয়নি। গতকাল শুক্রবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তিন লাখ ইয়াবার একটি চালান জব্দ করেছে। টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সূত্রের খবরে বিজিবি সদস্যরা টেকনাফের সাবরাং জিন্নাহখাল থেকে সকালে ইয়াবার চালানটি জব্দ করেন।

তিনি জানান, ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় করে মিয়ানমার থেকে পাচারের পর পাচারকারীরা টেকনাফের জিন্নাহখালের তীরে বস্তাভর্তি ইয়াবার চালানটি খালাস করছিল।

ওই সময় বিজিবি সদস্যরা অভিযান চালান। বিজিবি সদস্যদের দেখে পাচারকারীর দল পালিয়ে যায়। বিজিবি সদস্যরা পাচারকারীদের শনাক্ত করে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে বৃহস্পতি ও শুক্রবার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে বড় পরিসরে গোলাগুলি হয়নি।

এ কারণে এপারের জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। খুলতে শুরু করেছে দোকানপাট। বিজিবি সদস্যদের সার্বক্ষণিক টহল দিতে দেখা গেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওপারের সংঘাতময় পরিস্থিতি নিয়ে এপারের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থেকেই যাচ্ছে। নাফ নদের ওপারে মিয়ানমারের বিদ্রোহীরা গত কয়েক দিনের অভিযানে তুমব্রু ও ঢেকিবুনিয়া এলাকার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) প্রায় সব সীমান্ত ফাঁড়ি দখল করে নিয়েছে।

 

গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় পাওয়া অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করার পরপরই সীমান্তের ওপার থেকে ব্যাপক গুলি ছোড়া হয়। কক্সবাজারের উখিয়া থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ তারেক সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল গতকাল সকালে নয়াপাড়া এলাকায় মর্টার শেলটি নিষ্ক্রিয় করার জন্য বিস্ফোরণ ঘটায়। এটি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সীমান্তের ওপার থেকে গুলি ছোড়া হয়েছে।

এদিকে সীমান্তের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতরবিল এলাকায় নাফ নদের এপারে একটি মরদেহ ভাসতে দেখেছে এলাকাবাসী। তবে গতকাল বিকেল ৪টা পর্যন্ত মরদেহটি উদ্ধার করা হয়নি।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ গতকাল সকালে এলাকায় গিয়েও নিরাপত্তাজনিত কারণে ফিরে এসেছে। সে সময় ওপারে গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের কারণে পুলিশ ও স্থানীয়রা নদের পারে যেতে পারেনি।

অন্যদিকে গতকাল সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং বাজারের পূর্বদিকে নাফ নদের তোতারদিয়া দ্বীপে অবস্থানরত রোহিঙ্গাদের কয়েকজন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে বিজিবি সদস্যদের কারণে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারেনি।