টাঙ্গাইলের বাসাইলে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের ভেতরে ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মহাসড়কের ফোর ব্রাদার্স ফিলিং পেট্রল পাম্পের সামনে ঢাকামুখী লেনে কলা বোঝাই একটি পিকআপভ্যান বিকল হয়ে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।