জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ট্রাক সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মহাদান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া, বনগ্রাম ও সেঙ্গুয়া গ্রামে সোমবার সকালে নির্বাচনকে কেন্দ্র করে নৌকা সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের সমর্থকরা।
হামলাকারীদের লাঠিসোটার আঘাতে আনছার আলী (৪০) ও রতন মিয়া (৩২) আহত হন। এ সময় বিলবালিয়া গ্রামের নৌকা প্রতীকের সমর্থক অক্ষর মন্ডল, আবুল কালাম আজাদ, শাহীন, ফজলু মিয়ার বাড়িঘরসহ একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আলহাজ মাস্টারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে ভুক্তভোগী পরিবারের লোকজন দাবি করেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে ফয়েজের মোড় দাখিল মাদরাসার শিক্ষক আলহাজ মিয়াকে (৫২) আটক করে। বনগ্রামে জয়নাল ও আনিস মিয়ার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তারা।
এ ছাড়া একই ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের সুরুজ আলীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে সমর্থকদের শান্তনা দেন।
অন্যদিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার আর এফ কিন্ডারগার্টেন স্কুল ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে ট্রাক প্রতীকের সমর্থকরা।
এ ছাড়াও নৌকা সমর্থক ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে ট্রাক প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।
এ ব্যাপারে মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এমনটা কখনো আশা করিনি। এ ঘটনার বিচার হওয়া উচিৎ।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন অভিযোগ করে সোমবার বিকালে বলেন, ট্রাক প্রতীকের সমর্থকরা সোমবার দুপুরে দলবল নিয়ে তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন না করার হুমকি-ধামকি দেয় বলে তিনি জানান।
এ ব্যাপারে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদের (ট্রাক) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বক্তব্য নেওয়ার সুযোগ হয়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে আলহাজ মাষ্টারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।