লক্ষ্মীপুরে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুরের পর সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

অপহৃত সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রমারখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে জন্মের পর থেকে নানাবাড়ি দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসবাস করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে ১৮-২০ জন লোক ঘটনাস্থলে আসে। সবাই বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। কিছু বুঝে ওঠার আগেই বোমা ফাটিয়ে বসতঘর ভাঙচুর চালায় তারা।

 
ওমান প্রবাসীর ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ
অপহৃত সাইফুল। ছবি: সংগৃহীত

একপর্যায়ে অস্ত্র ঠেকিয়ে সাইফুলকে মারধর করে। পরে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার সময় বাধা দিলে সাইফুলের মা রোজিনা বেগম ও বোন ফারজানা আক্তারকে মারধর করে দুর্বৃত্তরা। ঘরে থাকা এক লাখ ২০ হাজার টাকা ও সাইফুলের বোনের কানের স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।