গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে প্রতিদ্বন্দ্বী ৯ জন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীর স্ত্রীরা গণসংযোগে নেমেছেন।

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের স্ত্রী খাদিজা রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের স্ত্রী মাহফুজা খানম দিপা এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের স্ত্রী সাদিয়া আফরিন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন প্রার্থীর তিন স্ত্রী ইতিমধ্যে প্রচারণার মাঠে রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণাকালে তারা লিফলেট হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন।

 
মেয়েদেরকে ভোট দেওয়ার জন্য আহবান জানাচ্ছেন। মাঝে মাঝে উঠান বৈঠক, ঘরোয়া সভা, পথ সভায়ও বক্তব্য দিয়ে স্বামীর জন্য ভোট চাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে তারা গরিব মানুদের ঘরে প্রবেশ করে খাওয়া-দাওয়াও করছেন। বাচ্চা কোলে নিয়ে আদর করছেন।
 
প্রচারণাকালে তারা গরিব ও অসহায় মানুষদের মাঝে মধ্যে আর্থিক সহযোগিতাও দিচ্ছেন।

 

অনুসন্ধান বলছে, প্রতিটি নির্বাচনেই প্রার্থীদের স্ত্রীরা প্রচারণায় নামেন। তবে গাজীপুর-২ আসনে এবার প্রার্থীদের স্ত্রীরা যেভাবে উঠেপড়ে লেগেছেন এমনটি আগে কখনো দেখা যায়নি।