কক্সবাজারের টেকনাফ উপকূলের সাগরে এক জেলে একবার জাল ফেলে ১৭ মণ ছুরি মাছ ধরেছেন। মাছগুলো বিক্রি করে ওই জেলে সাড়ে তিন লাখ টাকা পেয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের জেলে দিদার চৌধুরী জানান, এদিন সকালে জাল নিয়ে সাগরে মাছ ধরতে যান তিনি।
মাছ ব্যবসায়ীরা জানান, কক্সবাজার ও টেকনাফের মাছ ব্যবসায়ীরা যৌথভাবে ১৭ মণ ছুরি মাছ তিন লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরের মাছ খুবই সুস্বাদু। একেকটি ছুরি মাছ সাধারণত এক কেজি পর্যন্ত ওজনের হয়।