জিন্সের প্যান্ট ও চাকচিক্যময় টি-শার্ট। হাতে থাকে দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট। এমনি অবস্থায় বাবার সঙ্গে স্থানীয় বাজারে শিঙাড়া-পুরি বিক্রি করেন। আর এর আড়ালেই যে চলত ইয়াবার ব্যবসা তা কে জানত? অবশেষে এক শ পিস ইয়াবাসহ তিনি ধরা পড়লেন ডিবি পুলিশের হাতে।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান সুমন (২২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ওই ইউনিয়নের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রিশালগামী পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন ইয়াবা বিক্রি করে আসছিলেন। এই তথ্য পায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা দপ্তর। অবশেষে ডিবি পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে তাঁকে আটকের অভিযানে নামে। পুলিশের সোর্সকে ক্রেতা সাজিয়ে ইয়াবা কিনতে পাঠানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহরাব আলী এবং এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট। ডিবির ওসি ফারুক হোসেন কালের কণ্ঠকে জানান, শুধু সুমন নয়, এই ব্যবসার মূল হোতাকে ধরতেও মাঠে কাজ করছে একটি টিম। অচিরেই ধরা পড়বে।