গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আসলাম (৩৫)।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানিয়েছেন, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, আজ ভোর চারটা ২০ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বনখড়িয়া পৌঁছার পর ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। সেখানে রেললাইনের একটি অংশ দুর্বৃত্তরা কেটে ফেলেছিল বলে জানা গেছে।