পঞ্চগড়ের দেবীগঞ্জে আহত অবস্থায় বিলুপ্ত প্রজাতির একটি ঈগল পাখি ধরা পড়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা সদরের কামাতপাড়া এলাকার একটি কমলা বাগানে আহত ঈগলটি খুঁজে পায় কৃষ্ণ রায় নামের স্থানীয় এক ব্যক্তি। তিনি ঈগলটি উদ্ধার করে বাসায় নিয়ে খাবার দেন। ঈগলটির গায়ের রঙ বাদামী ও ধূসর রঙের।
পরে স্থানীয় গণমাধ্যমকর্মী সিরাতুল মোস্তাকিম বন বিভাগকে অবহিত করলে তাদের কর্মীরা আহত ঈগলটি উদ্ধার করে নিয়ে যায়। ঈগলটির দুই ডানার পালকগুলো পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তারের স্পর্শে এমনটি হয়ে থাকতে পারে।
পঞ্চগড় সামাজিক বন বিভাগ দেবীগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা আহত ঈগলটি উদ্ধার করে নিয়ে এসেছে। পালকগুলো পুড়ে যাওয়ার কারণে ঈগলটি উড়তে পারছে না।
এছাড়া শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।