‘আমরাও তো একসময় ক্ষমতায় ছিলাম। বিএনপি যখন ১৯৯১ সালে ক্ষমতায় ছিল তখন আমাদের ওপর কী নির্মম অত্যাচার না করেছিল! আমাদের লোকজনদের কিভাবে হত্যা করা হলো। আমরা কত লাশ কাঁধে নিলাম, তা সবাই জানে। বিএনপির সব খেলা শেষ হয়ে গেছে।
গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি শামীম ওসমান। তিনি আরো বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আমার একটি অনুরোধ থাকবে, এবার প্রধানমন্ত্রীর কাছে তারেককে দেশে এনে বিচার করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া প্রমুখ।