চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
চিতলমারীতে রাজাবাবু নামে ৩০ মণ ওজনের একটি ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি যতœ নেয়া হচ্ছে রাজাবাবুর। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকচুরিয়া গ্রামের মোকলেচ শেখ নামে এক খামারি রাজাবাবুকে লালন-পালন করছেন। এ বছর কোরবানির হাটে তিনি ষাঁড়টি বিক্রি করতে চান। মোকলেচ শেখের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি গবাদিপশু পালন করে আসছেন। বিশেষ করে কোরবানির ষাঁড় পালন করে তিনি লাভবান হয়েছেন। এ বছরও আসন্ন কোরবানিকে ঘিরে রাজাবাবুকে বাজারে তুলতে চান। এটি তার খামারের অন্যতম ষাঁড়। ওজন ৩০ মণ। গত ৩ বছর ধরে তিনি ষাঁড়টি লালন-পালন করে আসছেন।
প্রতিদিন ষাঁড়টির খাবারের জন্য খৈল, ভুসি মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় করেন। রাজাবাবুর দাম হাঁকছেন ৯ লাখ টাকা। উপযুক্ত ক্রেতা পেলে তিনি রাজাবাবুকে বিক্রি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। চরকচুরিয়া গ্রামের বাবুল সরদার, ইউনুস শেখ, জয়নুল মৃধাসহ অনেকে জানান, মোকলেচ শেখ একজন ভালো খামারি। রাজাবাবুকে খুব যতœ করেন মোকলেচ শেখ। এটি জেলার সবচেয়ে বড় ষাঁড় বলেও দাবি করেন তারা
চিতলমারীর ‘রাজাবাবু'
প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪, ১০:০৪ পিএম



সারাদেশ রিলেটেড নিউজ

ময়মনসিংহ-সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

৮ জেলায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

কুমার নদ নিয়ে প্রেসসচিবের স্মৃতিচারণা

ডা. মুরাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার

বৈশাখের রঙে রঙিন সারা দেশ

সারা দেশে নজিরবিহীন বিক্ষোভ

কক্সবাজারে ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কেএফসিসহ ৫ রেস্তোরাঁয় ভাঙচুর

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩