রাজধানীর মালিবাগ এলাকায় শাহিদা ইসলাম মিম (৩২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আজ সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। রাতে বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে তরুণীর পরিবার।

 

 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা এর পেছনের রহস্য খোঁজার চেষ্টা করছি। তরুণীর পরিবার জানিয়েছে, কোনো এক বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। কোন বন্ধুর সঙ্গে বের হয়েছিলেন সেটা জানার চেষ্টা করছি। তার মা ওই বন্ধুর নাম বলতে পারেননি।

 

 

তিনি আরো বলেন, ‘ফ্লাইওভারের ওপরে একটি বসার জায়গা ছিল, সেখান থেকে তিনি অসাবধানতাবশত পড়ে গেছেন, নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

সুরতহাল প্রতিবেদনকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, ‘রাতে আমরা খবর পেয়ে রমনা থানাধীন সোহাগ পরিবহন কাউন্টারের সামনের মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নিচে যাই। সেখান থেকে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

 
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রাত ৮টার দিকে এক বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে হাতিরঝিলের বাসা থেকে বের হন তিনি।’

 

তিনি আরো জানান, মিম হাতিরঝিল থানার ওমর আলী লেনে ভাড়া বাসায় মা ও ভাইকে নিয়ে থাকতেন। তিনি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে ড্যান্সার হিসেবে কাজ করতেন। ফ্লাইওভার থেকে পড়ার আগে তিনি ধর্ষিত বা নেশা জাতীয় কোনো কিছু খেয়েছিলেন কি না, সেটি ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।