ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৭ জুন) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বক্তৃতামালা প্রভৃতি। এ উপলক্ষে উপাচার্য কেক কাটেন এবং র‍্যালির উদ্বোধন করেন। বর্ণাঢ্য র‌্যালিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে খন্দকার ফারজানা রহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা এবং দেশের জন্য প্রাণ দেওয়া সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও ক্রিমিনোলজি বিভাগ প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছে তার উপর আলোকপাত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।