সরকারি মাধ্যমিক-২ অধিশাখার উপসচিব মো. আবদুস সামাদ স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১১ এপ্রিল সভার সিদ্ধান্ত অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। ওই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পাঠানো হলো এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই লিংক থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ডাউনলোড করে দেখতে হবে।