ঢাকা: তরুণ প্রজন্মকে ড. এম এ ওয়াজেদের জীবন ও দর্শন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রথিতযশা একজন বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড. ওয়াজেদ মিয়া। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
আজ মঙ্গলবার আয়োজিত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, মেধার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়েছেন ড. ওয়াজেদ মিয়া। তিনি ছিলেন একজন নিরহঙ্কারী ও বিনয়ী এবং অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী। সেই সাথে অনুসরণীয় ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তৃতা করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ্ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন প্রমূখ।