স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবশ্যই সময়োপযোগী এবং যথাযথ উদ্যোগের মাধ্যমে এই আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সংসদ ভবনের শপথ কক্ষে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তায়, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় এবং জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিটের (বামু) বাস্তবায়নে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২২’ এর আওতায় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৩’- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোমবার (২৭ জুন) তিনি এসব কথা বলেন।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ। সূচনা বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। পরে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ইমপোর্ট ট্রেড, কনজ্যুমারস রাইট এবং ন্যাশনাল বাজেট ২০২২-২৩’- এর ওপর আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. শফিকুজ্জামান। ‘জাতীয় অর্থনীতিতে ডিজিটাল বাংলাদেশের ভূমিকা’র ওপর আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের আলোচনার ওপরে আগত সংসদ সদস্যরা সরব অংশগ্রহণ করেন। ডিটি গ্লোবালের সানিন জানানোভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করে চলেছেন। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে সম্পৃক্ত হতে পারেন।
বাজেট ডিব্রিফিং সেশনে হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, মতিয়া চৌধুরী, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম টিটু, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি, বেগম জাকিয়া তাবাসসুম, বেগম আদিবা আনজুম মিতা, রুমিন ফারহানা, বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকার, সৈয়দা রুবিনা আক্তার, বেগম রুমানা আলী, উম্মে ফাতেমা নাজমা বেগম, বেগম আরমা দত্ত, বেগম বাসন্তী চাকমা, বেগম নাহিদ ইজাহার খান, বেগম সুবর্ণা মুস্তাফা, বেগম শবনম জাহানসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু’র সদস্যরাসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।