কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ৪টি হেফজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র পাশাপাশি জগন্নাথ দিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি আহাম্মেদ মাহবুবুল আমম চৌধুরী নয়ন উপস্থিত হওয়ার কথা থাকলেও ব্যবসায়িক ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ ও জগন্নাথ দীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, ইউপি মেম্বার শাহিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল আলম মজুমদার। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলম চৌধুরী মিঠু, প্রবাসী জাফর ভুঁইয়া, ছাত্রনেতা আবির চৌধুরীসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা, কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি যুবরাজ চৌধুরী বলেন, "শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর নিকট, যিনি বিগত বছরের মত এবারো আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার তৌফিক দান করেছেন ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে। এবারের ঈদ উপহার সামগ্রী বিতরণে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদেরই আরেক গর্বিত সন্তান বিশিষ্ট শিল্পপতি আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন। তিনি আমাকে সহযোগিতা করেছেন বলে আমি বিগত বছরগুলো থেকে দ্বিগুণ পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। আপনারা তাঁর এবং আমার জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে আরো বড় পরিসরে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। সবাই কষ্টকরে উপস্থিত হয়ে ঈদ উপহার সামগ্রী গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।"


ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী সোহেল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।