দ্রুতগতির সোনার বাংলা ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায় বিকেল ৫টায়। তবে গতকাল দুর্ঘটনার পর সোমবার (১৭ এপ্রিল) ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়তে বিলম্ব হচ্ছে। সবশেষ সন্ধ্যা ৬টার দিকেও ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছাড়েনি। দুর্ঘটনায় কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং নতুন বগি সংযোজনের কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। এ কারণে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে আসা যাত্রীরা।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে ট্রেনটি ছাড়তে পারে। দুর্ঘটনায় সোনার বাংলা ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরিয়া থেকে আনা নতুন বগি দিয়ে ট্রেন পরিচালনা করা হবে। এজন্য একটু দেরি হচ্ছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ছিল। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী ট্রেন মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের প্রায় ১৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর চারজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তারা হলেন- সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকোমাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোকোমাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার (সিগন্যাল) ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটির বাকি ৩ জন হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. জাহিদ হাসান, বিভাগীয় সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময় ও বিভাগীয় প্রকৌশলী-১ এম এ হাসান মুকুল। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।