বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীর মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
রোববার (১৬ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে অনুদান দেন।
এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের শুরু থেকে ঢাকা জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ লাগবে কাজ করছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আছে, সামনে আরো সহায়তা করা হবে।
অনুষ্ঠানে এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন উপস্থিত ছিলেন।