চট্টগ্রামের হাটহাজারীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হলেও ঘটনার পর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দেয়। তবে রাত ৮টার দিকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়। 

চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরণ হয়েছে, তবে তেমন অগ্নিকাণ্ড হয়নি। সঙ্গে সঙ্গে নেভানো হয়েছে। এটি সেনসিটিভ যন্ত্র। এ কারণে লোডশেডিং হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে।