বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, হ্যাকাররা বিমান কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ৫২ কোটি দাবি করার ঘটনা সত্য নয়। টাকা দাবি করার তথ্য আমাদের কাছে নেই। তারা তেমন কোনো তথ্য নিতে পারেনি। তারা ফায়ার ওয়ালের মধ্যে ঢুকতে পারেনি।

রোববার (২৬ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘মুজিবের বাংলাদেশ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হ্যাকারদের থেকে সাইট উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে যে ব্যবস্থা নেওয়া দরকার, নেওয়া হয়েছে। জিডি করা হয়েছে। এ নিয়ে তদন্ত হচ্ছে। সামান্য ক্ষতি হয়েছে। তেমন ক্ষতি করতে পারেনি। অ্যাটাক হয়েছে এটাই একটা ক্ষতি।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, আমাদের নলেজে এলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছি। আইন অনুযায়ী ডিজিটাল সিকিউরিটি বিভাগকে জানিয়েছি, তাদের টিম পরিদর্শন করেছে। আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাল আমরা কাজ করব।

তিনি বলেন, আমাদের অপারেশনে সমস্যা হয়নি, আজও আমাদের কাজ চলছে। আমাদের বড় ধরনের ক্ষতি হয়নি। আইসিটি মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, তেমনটা হয়নি।

হ্যাকিংয়ে বিমানের ব্যর্থতার বিষয়ে এমডি বলেন, কীভাবে এ ধরনের ঘটনা ঠেকানো যায় সেটা নিয়ে কার্যক্রম চলমান। গাফিলতি যদি থেকে থাকে তাহলে কমিয়ে আনা হবে।