ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে দল-মত-নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ না জানানোয় আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অ্যালামনাই যদি করতে চান তাহলে এটাকে নন-পলিটিক্যাল চরিত্র দিতে হবে। এসব প্রগ্রামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।

আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দলের লোক ছিলেন। কিন্তু এখানে অনেককে দেখতে পাচ্ছি না। একটি দল নিয়ে অ্যালামনাই প্রগ্রাম করবেন, এটি হতে পারে না। কয়েকটি জায়গা রাজনীতির বাইরে রাখতে হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনুষ্ঠান-এটা আমাদের অ্যালামনাইয়ের চরিত্র হওয়া উচিত নয়। এটা বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। অমুক মন্ত্রীকে এনে প্রধান অতিথি করতে হবে এর সঙ্গে আমি একদম একমত নই।

তিনি বলেন, এখন আমি মুহসীন হলের প্রাক্তন আবাসিক ছাত্র হিসেবে আসব। আমরা আড্ডা দেব, একসঙ্গে খাব, পুরনো দিনের স্মৃতিচারণা করব। হাসিখুশি সময়টা কাটাব। এটি কোনো পলিটিক্যাল জায়গা নয়। পরবর্তী সময়ে যেন রাজনীতির বাইরে থেকে এ ধরনের আয়োজন করা হয়। আগামী বছর যেন এ প্রগ্রাম নন-পলিটিক্যাল হয় বলেও জানান তিনি।