ঢাকা: বিএনপি নেত্রী রুমিন ফারহানার ছেড়ে দেওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহসভাপতি আফরোজা হক রীনা। তিনি দলটির সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পরে আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আফরোজা হক।

নির্বাচন কমিশন কার্যালয়ে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।