ঢাকা: বাংলাদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রবিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, 'বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে মানুষ রাজনৈতিক নেতা হিসেবে না, সন্ত্রাসী হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।'
তিনি আরো বলেন, 'বিএনপি যে দশ দাবিতে আন্দোলন করছে সেই দশ দাবি হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি।'
'বিএনপির এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই' উল্লেখ করে তিনি বলেন, 'এই দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।'
এ সময় সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এবং কুষ্টিয়া সদর উপজলো চেয়ারম্যান আতাউর রহমান আতা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।