ঢাকা: মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই-বাছাই করে গেজেট প্রকাশের পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তা আর বাতিল করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয় আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি যোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন। বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন কর্মকর্তা- কর্মচারীর গেজেট হওয়ার পরও আবার যাচাই-বাছাইয়ের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালের ৭ এপ্রিল রিট করেন। রিটকারিরা বেশিরভাগই নৌবাহিনীর কমান্ডার ছিলেন।

ওইবছরই কেন গেজেট হওয়ার পরও আবারও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার এ রায় দেন দেশের এ উচ্চ আদালত।