ঢাকা: আগামী ২৫ জুন (শনিবার) উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা বহুমুখী সেতুর নির্মাণে বৈদেশিক অর্থ বা তহবিলের ব্যবহার করা হয়েছে বলে কিছু মিথ্যা তথ্য প্রচারের প্রচেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে জানাচ্ছে পদ্মা বহুমুখী সেতু পুরোপুরি দেশীয় অর্থায়নে নির্মিত এবং অন্য কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক তহবিল সংস্থার কোনো বিদেশি তহবিল এর নির্মাণে আর্থিকভাবে অবদান রাখেনি। বাংলাদেশি ও বিদেশি নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত থেকেছে।
এই সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ করবে যার ফলে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে আশা করে যে, বাংলাদেশের সকল বন্ধু বাংলাদেশের এই যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন উদযাপনে এগিয়ে আসবেন। কারণ এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকার এবং জনগণের অবদানে নির্মিত হয়েছে।
উল্লেখ্য, ২৫ জুন (শনিবার) পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।