ঢাকা: রংপুর সিটি নির্বাচনে পরাজয় প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন আসল খেলা না খেলা হবে জাতীয় নির্বাচনে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, রংপুরের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। আমরা পিছিয়ে ছিলাম বলে কোনো হস্তক্ষেপ করি নাই।
তবে যারা দলের পক্ষে কাজ করে নাই তাদের বিরুদ্ধে খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। এখানে জাতীয়পার্টি এগিয়ে আছে। কারণ আওয়ামী লীগ কোনো জোর করে নি। প্রার্থী নির্বাচনে কোনো ভুল হয়নি। আমাদের প্রার্থী পরিক্ষিত নেত্রী। তার সুনাম আছে।
ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগে যে ভাবে পাহারায় ছিল। আগামীকালও বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ পাড়ায় পাড়ায় পাহারায় থাকবে। বিএনপি তারা ভাংচুর অগ্নিসংযোগ করবে আর আওয়ামী লীগ চুপ থাকবে এটা হতে পারে না।