ঢাকা: দেশে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।  

চলতি বছরে এখন পর্যন্ত ২৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীদের ৬৬ জন ঢাকার ও ৭৯ জন অন্যান্য বিভাগের।

 

 

ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৪০ জন রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে। আগের দিন দেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল ১২৫। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১ হাজার ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬৭৬ জন।  

ঢাকার ৫৩ হাসপাতালে ৩৭৪ জন ও ঢাকার বাইরে ৩০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি ডিসেম্বরের ১৮ দিনে চার হাজার ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭ জনের।