ঢাকা: জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছে বিএনপির সমর্থন নিয়ে পাস করা ৬ এমপি। আসনগুলো শূন্য ঘোষণা করে গেজেটও প্রকাশ করেছে সচিবালয়। শূন্য আসনগুলোতে উপনির্বাচনের জন্য আগামী রবিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

ইসি আলমগীর বলেন, ‘রবিবারে আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ’

উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হবে। তবে এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করছে না নির্বাচন কমিশন। সিসি ক্যামেরার বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হয় স্পিকারের কাছে। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।