ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার মধ্যকার ‘সিস্টার সিটি এগ্রিমেন্ট’ সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়াও দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার ঐতিহাসিক স্থাপনাগুলোকে জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে দুই দেশের পারস্পরিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া আগামীদিনে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীরতর হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এসব তথ্য জানিয়েছেন।