ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসমাবেশ সমাবেশে পরিণত হয়। আর আমাদের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে।

 

আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাস প্রস্তুত হয়ে যান।

 

ওবায়দুল কাদের বলেন, ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারে না। তারা নাকি সরকার পতন করবে। বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, অনেকে অমুক ভাই, তমুক ভাইকে মেন্টেইন করে। মেন্টেইন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার সততা-সাহস। ডিসিপ্লিন মেন্টেইন করতে হবে।