ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর।

 

ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।