ঢাকা: বিদেশি কূটনীতিকদের ডেকে এনে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন। কামরুল ইসলাম বলেন, সম্প্রতি যেসব ষড়যন্ত্র চলছে, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বেঁচে থাকলে এর বিরুদ্ধে সোচ্চার থাকতেন। এতে জাতি উপকৃত হতো।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন বলেন, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সব সময় সঠিক তথ্য তুলে ধরতেন। নবীন সাংবাদিকদের জন্য এটা অনুকরণীয়। নবীন সাংবাদিকদের অনেকের মধ্যে পরিপক্বতার অভাব আছে। তাঁরা তথ্য না জেনে লিখে দেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নবীন সাংবাদিকরা যেন জগলুল আহমেদ চৌধুরীর মতো উন্নত সাংবাদিকতা অনুসরণ করতে পারেন, সেদিকে নজর দেওয়া উচিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের মহাসচিব ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।