আগামী বছরের মা‌র্চে কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া স্বল্পোন্নত দেশ সম্পর্কিত পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চে‌য়ে‌ছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

রোববার (২০ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের স‌ঙ্গে সাক্ষাতে এ সহ‌যো‌গিতা ও সমর্থন প্রত্যাশা ক‌রেন আবাসিক সমন্বয়ক গুইন লুইস।

গুইন লুইস পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় তার সাম্প্রতিক সফর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন, যেখানে জাতিসংঘের আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়, বিশেষ করে মিশরে সম্প্রতি অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে অভিযোজন ও প্রশমনের জাতীয় উদ্যোগ আরও জোরদারের উপায় নিয়ে তারা আলোচনা করেন।

তারা মিয়ানমা‌রের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা নিয়ে এবং আগামী বছরে যৌথ রেসপন্স প্লান (জেআরপি) চালুর বিষয় নিয়েও আলোচনা করেন।