ঢাকা: দেশে করোনা সংক্রমিত হয়ে (গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে ও ৯৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনসুারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো নমুনা মিলে পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৪টি।
শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬ শতাংশ। আগের ২৪ ঘণ্টাতে শনাক্তের হার ২.৪১ শতাংশ ছিল। মৃত একজন নারী ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন।